1. [email protected] : News room :
চলতি মাসেই নিয়ন্ত্রণ হবে করোনা! - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

চলতি মাসেই নিয়ন্ত্রণ হবে করোনা!

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

লালসবুজের কণ্ঠ আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়টি মেনে চললেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব। এপ্রিলের মধ্যে বিশ্ব করোনা মুক্ত হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসেব মতে করোনায় আক্রান্ত হয়েছেন এমন একেকজন মানুষ ২ বা তার বেশিজনের মধ্যে করোনা ছড়াচ্ছে।

রাদারফোর্ড হেলথের চিফ মেডিক্যাল অফিসার, বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক এবং সেই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রোগ্রামের সাবেক পরিচালক অধ্যাপক সিকোরা বলছেন চীন এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে নেওয়া তথ্য অনুযায়ী জানা যায় করোনায় মৃতের সংখ্যা এ মাসের শেষেই নিয়ন্ত্রণে চলে আসবে।

করোনায় ঠিক কোন দেশের কতজন আক্রান্ত হয়েছে তা মোট জনসংখ্যার সংখ্যার হিসেবে শতকরা বের করতে হবে। এ থেকেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সামাজিক দূরত্বের মত বিষয়টিও শিথিল করা যাবে।

284Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর