1. [email protected] : News room :
গরু চোর সন্দেহে গণপিটুনি, ৩ জন নিহত - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

গরু চোর সন্দেহে গণপিটুনি, ৩ জন নিহত

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

লালসবুজের কণ্ঠ সারাদেশ ডেস্ক:

যশোরের অভয়নগর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (১৩ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদরের গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে যায়। তারা খোরশেদ আলীর গোয়াল থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করে। এরপর এলাকার লোকজন চোরদের ধাওয়া দেয় এবং মসজিদের মাইকিং করা হয়। চোররা পালিয়ে যাওয়ার সময় অভয়নগরের প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে তাদের ধরে ফেলে এলাকাবাসী। এ সময় তিন জনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘চোর সন্দেহে গণপিটুনিতে তিন জন মারা গেছে। আরও তিন জন পালিয়ে গেছে। গরু তিনটি উদ্ধার করা হয়েছে।

6Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর