1. [email protected] : News room :
খুলনার রাস্তায় যানজট - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

খুলনার রাস্তায় যানজট

  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

লালসবুজের কণ্ঠ রিপোর্ট, খুলনা:
খুলনা মহানগরীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। খুব অল্প সময়ে সংক্রমণের মাত্রা বহু সংখ্যায় বেড়ে যাওয়ায় আগামী বৃহস্পতিবার (১১ জুন) থেকে নগরীর দোকানপাট বন্ধ রাখাসহ করোনা মোকাবিলায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে সে সিদ্ধান্ত কার্যকরের আগের দিন বুধবার (১০ জুন) খুলনা মহনগরে দেখা গেছে এক ভিন্ন চিত্র। শহরের প্রত্যেকটি বাজারে উপচে পড়া ভিড় আর সড়ক গুলোতে তীব্র যানজট। যেন করোনার ভয়াবহতা কেউ আমলে নিচ্ছেন না।

বিশেষ করে খুলনার বড় বাজার, ওয়েস্ট মেকড রোড, ভৈরব স্ট্যান্ড রোড, কালীবাড়ি রোড, কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, খান জাহান আলী রোড, ফেরীঘাট, রয়্যাল মোড়, ময়লাপোতা, বয়রা বাজার, সোনাডাঙ্গা, গল্লামারী, দৌতলপুর, শিরোমণি, রূপসা ট্রাফিক মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে তীব্র যানজট ও উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

খুলনার বৃহত্তম বাজারের নাম বড়বাজার। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে এখানে আসেন ব্যবসায়ীরা। সেখানে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষের ভিড়। খুলনায় যে করোনা ছড়িয়ে পড়েছে তার কোন সচেতনতা কেউ আমলে নিচ্ছে না। গা ঘেঁষে দাঁড়িয়ে, গাদাগাদি অবস্থায় হাঁটাচলা করে, কেনাবেচায় ব্যস্ত নারী-পুরুষ। সামাজিক দূরত্ব মেনে চলার মতো যে কোনো বিষয় রয়েছে, তা সেখানে গেলে বোঝার উপায় নেই।

যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ, র‌্যাবের টহল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। প্রশাসন শক্ত হলেও সামাল দেওয়া যাচ্ছে না। জনগণকে বোঝানো যাচ্ছে না।

কয়েকজন বিক্রেতার কাছে সামাজিক দূরত্বের বিষয়ে জানতে চাইলে তারা প্রসঙ্গটি হেসে উড়িয়ে দিয়ে বলেন, ‘আমাদের কিছু করার নাই। আজ হঠাৎ করে প্রচুর ভীড় বেড়ে গেছে।’

আর ক্রেতারা বলছেন, ‘আগামী কাল থেকে ১৪ দিন খুলনার সবকিছু বন্ধ থাকবে। তাই বাজার সদয়সহ সকল বাইরের কাজ আজকে সেরে নিচ্ছেন।

এ প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ‘খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে জনগনকে সচেতন করতে সব ধরনের কার্যক্রম চলছে। পুলিশ মাইকিং করছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করছে।’

লাল/হা

23Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর