1. [email protected] : News room :
খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে বিজিবিসহ নিহত ৫ - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে বিজিবিসহ নিহত ৫

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

লালসবুজের কণ্ঠ সারাদেশ ডেস্ক:
সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে গ্রামবাসীর সাথে বিজিবির রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের তিনজনসহ ৫ জনের। এরমধ্যে একজন বিজিবি সদস্য। এছাড়া স্বজনদের মৃত্যুর খবরে মারা গেছেন এক নারী।

বিরোধপূর্ণ জায়গায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রথমে কাটাকাটি। তারপর বিজিবি সদস্য আর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। তাতেই ঝরে গেছে তাজাপ্রাণ।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গাজিনগরে। যা চলে ২০ মিনিটের মতো। এতে বিজিবি সদস্য সিপাহি শাওন ছাড়াও ঘটনাস্থলেই প্রাণ হারাণ স্থানীয় বাসিন্দা আলী আকবর, তার ছেলে আহমদ আলী ও সাহেদ আলী। তাদের মৃত্যুর খবরে হার্টঅ্যাটাকে মারা যান আলী আকবরের স্ত্রী রঞ্জু বেগম। এছাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যান মফিজ নামে আরেকজন।

আহতদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। বাকিদের মাটিরাঙ্গা হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অনেকদিন ধরে এই জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।

তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখার কথা বলছেন খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সেনাবাহিনী ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। আটক করা হয় দুজনকে। জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দেন জেলা প্রশাসন ও সেনা কর্মকর্তারা।

রক্তক্ষয়ী এই সংঘাতের পর মাটিরাঙার পরিস্থিতি এখন থমথমে। মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা-বাহিনীর বাড়তি সদস্য।

211Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর