1. [email protected] : News room :
একাত্তরে গণহত্যার স্বীকৃতির দাবি মার্কিন পার্লামেন্টে - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

একাত্তরে গণহত্যার স্বীকৃতির দাবি মার্কিন পার্লামেন্টে

  • আপডেটের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

লালসবুজের কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক:


১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত পাকিস্তানের নৃশংস গণহত্যার স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে (হাউস অফ রিপ্রেজেনটেটিভ) একটি প্রস্তাব উত্থাপন করেছেন দুজন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতা। তাঁরা হলেন ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসম্যান রো খান্না ও স্টিভ শ্যাবো।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দু।

গতকাল শুক্রবার রো খান্না ও স্টিভ শ্যাবো প্রস্তাবটি উত্থাপন করেন। দুই কংগ্রেসম্যানের উত্থাপিত প্রস্তাবে পাকিস্তান সরকারকে এ ধরনের জাতিগত গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে।

এক টুইটার পোস্টে রিপাবলিকান পার্টির সদস্য শ্যাবো বলেছেন, ‘লাখ লাখ মানুষকে হত্যা করার এই স্মৃতি মুছে দেওয়া আমাদের উচিত হবে না। এই গণহত্যার স্বীকৃতি দিতে হবে। গণহত্যার স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে শক্তিশালী করে, আমাদেরসহ আমেরিকানদের শিক্ষিত করে এবং অপরাধীদের জানতে দেয় যে এ ধরনের অপরাধ সহ্য করা হবে না অথবা কেউ ভুলে যাবে না।’

শ্যাবো আরও বলেছেন, ‘১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, তা ভুলে গেলে চলবে না। ওহাইওর ফার্স্ট ডিস্ট্রিক্টের আমার হিন্দু ভোটারদের সহায়তায় রো খান্না এবং আমি এই স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব করেছি। বাঙালি ও হিন্দুদের ওপর চালানো এই নৃশংসতাকে ‘‘গণহত্যাই’’ বলতে হবে।’

রো খান্না একজন ডেমোক্র্যাট এবং ক্যালিফোর্নিয়ার ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মার্কিন প্রতিনিধি। তিনি টুইটার পোস্টে বলেছেন, ‘বাংলাদেশে ১৯৭১ সালে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, তার স্বীকৃতির দাবিতে শ্যাবোর সঙ্গে প্রথমবারের মতো প্রস্তাব উত্থাপন করেছি। সে সময় লাখ লাখ বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে, বাস্তুচ্যুত করা হয়েছে। আমাদের সময়ে ভুলে যাওয়া সবচেয়ে নৃশংস গণহত্যার একটি ছিল এই গণহত্যা।’

এনডিটিভি লিখেছে, যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

১৯৭১ সালে গণহত্যার শিকার হওয়া পরিবারের একজন সদস্য সেলিম রেজা নূর এই প্রস্তাবের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন। দীর্ঘ ৫১ বছর তিনি যেন এমন খবর শোনার অপেক্ষায় ছিলেন। সেলিম রেজা নূর বলেছেন, ‘আমাদের গণহত্যা অবশেষে মার্কিন কংগ্রেসে স্বীকৃতি পাচ্ছে!’


লালসবুজের কণ্ঠ/এআর

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর