1. [email protected] : News room :
আসামি হাসতে হাসতে বললেন : আমি শুধু গাঁজা খাই, নেশা করি না - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০৮ মে ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

আসামি হাসতে হাসতে বললেন : আমি শুধু গাঁজা খাই, নেশা করি না

  • আপডেটের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

লালসবুজের কণ্ঠ, নিউজ ডেস্ক


দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (০৪ এপ্রিল) রাতে চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- চিরিরবন্দর উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. বরকত আলীর ছেলে কামাল হোসেন (২৭) ও নশরতপুর মহিলা মেম্বার পাড়ার মফির উদ্দিনের ছেলে লুৎফর রহমান।

আটকের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতে নিয়ে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি করা হয়। তখন কামালের চোখেমুখে বিষণ্নতার ছাপ দেখা যায়নি। উল্টো হাসছিলেন তিনি। এক পুলিশ সদস্য হাসির কারণ জানতে চাইলে মাদক ব্যবসায়ী কামাল বলেন, ‘আমি শুধু গাঁজা খাই, অন্য কোনো নেশা করি না। মিথ্যা বলার দরকার নেই। প্রতিদিনই আমাকে গাঁজা খেতে হয়। এই বলে তিনি আরও বেশি করে হাসতে শুরু করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, একই রাতে অভিযান চালিয়ে কামাল হোসেনসহ নশরতপুর এলাকা থেকে লুৎফর রহমান (৩৩) নামে আরেকজনকে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কামাল হোসেনের হাসির কারণ প্রসঙ্গে ওসি বলেন, সাধারণত কাউকে আটক বা গ্রেপ্তার করলে মন খারাপ থাকে। অপরাধ লুকাতে নানান মিথ্যা তথ্য দেয়। কিন্তু কামাল হোসেন ব্যতিক্রম। কোনো ভয় নেই। হাসতে হাসতে গর্বের সঙ্গে গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছেন।


লালসবুজের কণ্ঠ/শান্ত

13Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর