1. [email protected] : News room :
আমাদের দুয়া কবুল হয় না কেন? - লালসবুজের কণ্ঠ
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

আমাদের দুয়া কবুল হয় না কেন?

  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

লালসবুজের কণ্ঠ ইসলাম ডেস্ক:

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের দরুন যার চুল উসকো-খুসকো, চেহারা ধূলিমলিন; সে তার হাত দুটি আকাশের দিকে তুলে ধরে বলছে, ‘রব আমার! রব আমার!’ কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর তার পরিপুষ্টি হয়েছে হারাম দিয়ে; তা হলে, কীভাবে তার ডাকে সাড়া দেওয়া হবে?’ [সহিহ মুসলিম, ১০১৫]

এ হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু রজব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে, বলা হয়—আল্লাহ কেবল ওই আমল গ্রহণ করেন যা পবিত্র, আর রিয়া (মানুষকে দেখানোর উদ্দেশে ভালো কাজ করার নাম ‘রিয়া’)-সহ সব ধরনের দোষ থেকে পরিচ্ছন্ন; আর (দান হিসেবে) তিনি কেবল ওই সম্পদই গ্রহণ করেন, যা পবিত্র ও হালাল, কারণ ‘পবিত্র’ বিশেষণটি কথা, কাজ ও বিশ্বাস—এ সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। [জামিউল উলুম ওয়াল হিকাম, ১/২৫৯]

হাদিসে ওই ব্যক্তির কথা বলা হয়েছে, হারাম-ভক্ষণে যার সম্পৃক্ততা অনেক বেশি। সে কিন্তু এমন চারটি কাজ করেছিল, যেগুলো করলে (সাধারণত) দুয়া কবুল হয়:
প্রথমত, সে দীর্ঘ সফর করেছে। দ্বিতীয়ত, তার পোশাক ও সুরত ছিল জরাজীর্ণ। আর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কিছু লোক আছে এমন, যার চুল উসকো-খুসকো, কারও দুয়ারে গেলে দারোয়ান তাকে তাড়িয়ে দেবে, (কিন্তু) সে যদি আল্লাহর নামে কসম করে কিছু বলে, আল্লাহ অবশ্যই তার কসম পুরা করবেন।’ [সহিহ মুসলিম, ২৬২২]

তৃতীয়ত, সে তার হাত দুটি আকাশের দিকে প্রসারিত করেছে। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের রব লাজুক ও মহানুভব; তাঁর বান্দা যখন তাঁর কাছে দু’হাত তোলে, তখন তিনি হাত দু’টিকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।’ [আবু দাঊদ, ১৪৮৮]

চতুর্থত, সে আল্লাহ তায়ালার রুবুবিয়্যাত (প্রভুত্ব)-এর কথা বারবার উল্লেখ করে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দুআ করেছে; আর দুআ কবুলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপায়।

এতদসত্ত্বেও, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তাহলে কীভাবে তার দুআ কবুল হবে?’ এ প্রশ্নটি মূলত বিস্ময় ও প্রত্যাখ্যান অর্থে ব্যবহার করা হয়েছে। [জামিউল উলূম ওয়াল হিকাম, ১/২৬৯–২৭৫]

তাই মুসলিম বান্দার উচিত সকল গোনাহ ও অবাধ্যতার ব্যাপারে আল্লাহর কাছে তাওবা করা এবং প্রত্যেক পাওনাদারকে তার পাওনা ফিরিয়ে দেওয়া, যাতে তার মধ্যে আর বড় রকমের কোনও প্রতিবন্ধকতা না থাকে, যা তার দুয়া কবুলের সামনে বাধা হয়ে দাঁড়ায়।

12Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর