1. [email protected] : News room :
অস্বাভাবিক শিশু কন্যার ভার সইতে পারছেনা মা আফরোজা - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

অস্বাভাবিক শিশু কন্যার ভার সইতে পারছেনা মা আফরোজা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


নিজের শিশু কন্যার অস্বাভাবিক বড় মাথার ভার আর সইতে পারছেন না মা আফরোজা বেগম। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের আরমান আলীর স্ত্রী আফরোজা।

জন্ম থেকেই শিশু মেয়েটির মাথা অনেক বড় এবং ভারী। শিশুটির বয়স এখন আড়াই বছর। আরমান আলী বগুড়ার চান্দাইকোনা খদ্দুরপাড়ার দৌলতপুর ষোল মাইল বেসরকারি মাদ্রাসার একজন কর্মী। অর্থাভাবে শিশুটির চিকিৎসা করাতে পারছেন না আফরোজা বেগম। তাদের আরও দুটি স্কুল পড়ুয়া মেয়ে রয়েছে।

আফরোজা বৃহস্পতিবার উল্লাপাড়ায় তার প্রতিবন্ধী শিশু কন্যাকে নিয়ে গনমাধ্যম কর্মীদের কাছে এসেছিলেন।

তিনি জানান, মেয়েটির মাথা অস্বাভাবিক ও ভারী। তাকে দিন রাত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৮ ঘন্টা কোলে করে রাখতে হয়। মাথার ভার নিতে পারে না শিশুটি। ফলে বসিয়ে রাখাও সম্ভব নয়। শুধু তাই নয় সব সময় মাথার পাশে হাতের সাপোর্ট রাখতে হয়। মেয়েটির শরীরের আর সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক। মানসিক অবস্থাও ভালো বলে মনে হয় তাদের।

কিন্তু নিজেদের অর্থিক অনটনের কারণে প্রতিবন্ধী কন্যার চিকিৎসা করাতে পারছেন না। তিনি মেয়েটিকে বাঁচাতে চান। এজন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আফরোজা মেয়েটির চিকিৎসার জন্য সহযোগিতা করতে গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে দেশের সহৃদয় ব্যক্তিগনের কাছেও সাহায্য প্রার্থনা করেন। যোগাযোগ- ০১৭৬৮৩০৭২৬২।


সাহান/এআর

30Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর