২৩ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার - লালসবুজের কণ্ঠ
    বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন

    ২৩ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

    • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


    অপহরণের ২৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জের অপহৃত ১ কিশোরীকে থেকে উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এসময় অপহরণকারী মোঃ আসমাউল হক (১৯) কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসমাউল হক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মোঃ তাইফুর রহমানের ছেলে।

    জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বিদ্যালয়ের ১০ম শ্রেনী পড়–য়া এক শিক্ষার্থীকে আসমাউল হক প্রেমের প্রস্তাব দিলেও তাতে সে সাই দিতো না। ৭ আগস্ট উক্ত শিক্ষার্থী সকাল সাড়ে ৯টার দিকে স্কুল যাবার পথে তার পথরোধ করে একটি সিএনজিতে তাকে অপহরণ করে নিয়ে যায় আসমাউল। সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে এবং থানায় জিডি করে। পরে থানা পুলিশকে ভুক্তভোগি পরিবার অবহিত করলে পুলিশ তৎপর হয়ে উঠে।

    এ প্রসঙ্গে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালানো শুরু করে। এরই একপর্যায়ে গত ৩০ আগস্ট তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান জানতে পারে। এসময় নেত্রকোনা থেকে উক্ত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী আসমাউল হককে গ্রেফতার করে।

    এ ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।


    কামাল/এআর

    32Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর