1. [email protected] : News room :
১০ বছর পর নরসিংদী-গুলিস্তান রুটে বিআরটিসি চালু - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন

১০ বছর পর নরসিংদী-গুলিস্তান রুটে বিআরটিসি চালু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : দীর্ঘ দশ বছর পর নরসিংদী-গুলিস্তান রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় এসড়কে বিআরটিসি বাস সার্ভিস চলাচলের জন্য আরো ১০টি এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ (বিপিএম পিপিএম), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ এম জামেরী হাসান, উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি নরসিংদীর বিআরটিসি বাস সার্ভিসের ম্যানেজার অপারেশন মোঃ আজিজুল হক, মাধবদীর পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন মানিক।

এতে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজিল- ই মিল্লাত সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, দীর্ঘ দশ বছর ধরে বিআরটিসি বাস সার্ভিস বন্ধ থাকার কারনে নরসিংদী থেকে ঢাকায় যাত্রীদের যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।

এতো বছর ধরে পুরাতন বিআরটিসি বাসগুলো ডিপোতে পড়ে থাকায় দিনের পর দিন অচল হয়ে যায়। এসব নিয়ে জাতীয় প্রিন্ট পত্রিকা ও অনলাইন পত্রিকাগুলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

অবশেষে ৯ জুলাই আরো ১০টি এসি বাস যুক্ত হয়ে উদ্বোধন হলো নরসিংদী -গুলিস্তান সড়কে বিআরটিসি বাস সার্ভিসের।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর