1. [email protected] : News room :
হয়ে গেলো নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

হয়ে গেলো নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

বিনোদন ডেস্ক
প্রেমিক নিখিল জৈনের সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত এমপি নুসরাত জাহান। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে বুধবার তুরস্কের বন্দর শহর বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপলাংকায়া’ হোটেলে অনুষ্ঠিত এই বিলাসবহুল বিয়ের প্রথম ছবি। বিয়েতে নুসরাত পরেছেন লাল লেহেঙ্গা ও নিখিল পরেছেন ক্রিম কালারের শেরওয়ানি। গলায় গোলাপের মালা। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে ধারণ করা বিয়ের এই ছবি পোস্ট করে লিখেছেন, নিখিল জৈনের সঙ্গে সুখের খোঁজে। এর আগে, গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন। গত ১৭ই জুন তাদের বিয়ের পার্টি হয়েছে।
১৮ই জুন হয়েছে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। আর গতকাল ১৯শে জুন হলো জাকজঁমক বিয়ের অনুষ্ঠান। আজ ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি।

38Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর