1. [email protected] : News room :
হিলিতে শারদীয় পুজার দূর্গা তৈরী - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

হিলিতে শারদীয় পুজার দূর্গা তৈরী

  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

হিলি (দিনাজপুর) সংবাদদাতা: হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের অন্যন্য স্থানের মতো দিনাজপুরের হাকিমপুর হিলিতেও সার্বজনীন এই উৎসবকে ঘিরে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে জোরেসোরে। প্রতিমা তৈরীর কারিগরদের দম ফেলারও যেন সময় নেই।

এরই মধে প্রতিটি মন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষ এবং প্রতিমার গা’য়ে পড়ছে রঙতুলির আঁচড়।

২৮ অক্টোবর মহালয়ের মধ্য দিয়ে এর আনুষ্ঠনিকতা শুরু হলেও আগামী ৪ অক্টোবর মহাষষ্টীর মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাম্বলীদের বৃহৎ এই দূর্গোৎসবের মূল কার্যক্রম। সনাতন ধমালম্বীদের ছোট-বড় সবার মাঝে উৎসবের আমেজ ও চার পাশে আনন্দের জোয়াড় বৈতে শুরু করেছে ।

এবছর হাকিমপুরে ২০ টি মন্ডবে ‘মা’ দূর্গাকে বরণের জন্য পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। বারতি একটু আনন্দের জন্য চলছে প্যন্ডেলসহ মন্ডব সাজানো কাজ। আগামী ৮ অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাম্বলীদের এই দূর্গোৎসব।

17Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর