লালসবুজের কণ্ঠ অনলাইন ডেস্ক:
ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এক পাকিস্তানি সমর্থককে বেধরক মারছে আফগানিস্তানের সমর্থকরা। পরিস্থিতি সামলাতে স্টেডিয়াম থেকে কয়েকজনকে বের করে দেয় নিরাপত্তাকর্মীরা।
বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের রাজনৈতিক বৈরতা প্রকাশ পায় মাঠেও। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। স্টেডিয়ামে প্রবেশের সময় উভয় দেশের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর এখান থেকেই মারামারি সূত্রপাত হয়েছে বলে জানানো হচ্ছে।
ম্যাচ শুরুর ঘণ্টাখানেক পরে মাঠের ভেতরে আবার মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। হেডিংলি লিডসের কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে শুরু হয় মারামারি। নিরাপত্তারক্ষীরা এসে আটক করেন তাদের। মাঠের বাইরে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের, কিন্তু সেখানেও আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
Leave a Reply