শেষ মুহুর্তে জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার - লালসবুজের কণ্ঠ
    বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

    শেষ মুহুর্তে জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার

    • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় জমে উঠেছে ঈদের বাজার।চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন বিপনি বিতান গুলোতে ক্রেতাদের উপছে পরা ভীড় লক্ষ্য করা গেছে।দিন যতই গড়াচ্ছে জমজমাট হচ্ছে ঈদের বাজার, আসন্ন ঈদের খুশীকে বাড়িয়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জে বড় বড় শপিং মল,মার্কেট,ফুটপাত সহ সবখানে জমে উঠেছে ঈদের কেনাকাটা।এদিকে গোমস্তাপুর উপজেলার বড় বড় মার্কেট গুলোতে ব্যস্ত সময় পার করছে তরুন তরুণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।তবে জেলার বড় বড় শপিং কমপ্লেক্স, সেন্টু মার্কেট, নিউমার্কেট ছারাও ছোটখাটো মার্কেট ও ফুটপাত গুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা য়ায়।অন্যান্য বছরের চেয়ে এবছরে ঈদের বাজারে দেশীয় পোশাকের চেয়ে ভারতীয় ও পাকিস্তানী কাপড়ে চোখ জুড়ানো সব ডিজাইন নিয়ে ছোট বড় মার্কেট গুলোতে দৃষ্টি নন্দিত করছেন সব ধরনের ক্রেতাদের।বস্ত্রবিতান বিক্রেতার সাথে কথা বললে তারা জানায়,ঈদের বেশ কয়েকদিন বাঁকি থাকায় ক্রেতাদের উপস্থিতি কম,তবে দিন যতোই বাড়ছে ক্রেতাদের পদচারণা ততোই বৃদ্ধি পাচ্ছে।এছারাও অন্যান্য বছরের চেয়ে এ বছরে ঈদে তেমন বেচাকেনা নেই বলে তারা জানায়।ক্রেতাদের সাথে কথা বলে জানাযায়,বিভিন্ন ধরনের প্যান্ট, শার্ট, সালোয়ার কামিজ, সাউথ,কানজিবরন সহ জামদানি কাপড়গুলো শপিংমল ছারা মার্কেট গুলোতে চড়াদামে বিক্রয় হওয়ায় আমাদের মত ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে তারা জানায়।এদিকে মুদি দোকান গুলোতে ভোজ্যতেল,ময়দা,চিনি,সেমাই লাচ্ছি সহ বিভিন্ন ঈদ সামগ্রী ক্রয় করতে সব ধারনের ক্রেতাদের ভীড় লক্ষ্য করা যায়।শুধু শপিং সেন্টার গুলোতে নয়,ঈদকে সামনে রেখে ফুটপাতের দোকান গুলোতে ভীড় জমায় নিম্নআয়ের মানুষগুলো।ঈদের খুশী ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষ তাদের সন্তান,পরিবার সহ প্রিয়জনের মুখে হাসি ফুটাতে ফুটপাতের দোকান গুলোতো তাদের ভীড় চোখে পড়ার মত।

    0Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর