ডেস্ক রিপোর্ট : শিবগঞ্জে একটি আড়তে কেমিক্যাল দিয়ে আম পাকানোর চেষ্টার পর দিনই রবিবার আম বাগান মনিটরিং টিম গঠন করা হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আম বাগান মনিটরিং কমিটি তে স্থানীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দীন আহমেদ শিমুলকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আহবায়ক হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র, সকল ইউনিয়ন ও পৌরসভার ইউপি সদস্য (মেম্বার) ও পৌরসভার কাউন্সিলরগণকে এ কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রের মনোনীত আরও চারজন সদস্যকে নিজ নিজ এলাকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশনাক্রমে পৌরসভা/ইউনিয়ন পর্যায়ে আম বাগান ও আমের আড়তসমূহ নিয়মিত মনিটরিং করার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়।এ কমিটির কাজ হলো যেন কোন অসৎ ব্যবসায়ী আমে ক্ষতিকর কোন কেমিক্যাল দিতে না পারে।
Leave a Reply