1. [email protected] : News room :
রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ  - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২২ অপরাহ্ন

রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
রাজশাহী প্রতিবেদক


সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র  নূপুর শর্মা ও দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে  বিক্ষোভ করেছে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে সমবেত হয় শিক্ষার্থীরা ।  সেখানে ‘বিশ্বনবীর অপমান, মুসলিমরা সইবে না’ ‘নারাই তাকবির -আল্লাহু আকবার’, ‘মোদির দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি  স্লোগান দিতে থাকেন তারা ।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ বলেন,  ‘আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুল (সা) কে নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে। এর প্রতিবাদ হওয়া উচিত। দ্বীনি মুসলমানরা জেগে উঠেছে। পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী রাসুলকে নিয়ে কেউ কিছু করে তাহলে সে নির্বংশ হয়ে যাবে। আমরা আমাদের সরকারকে স্পষ্টভাবে তাদের অবস্থান জানান দিতে বলেছি। শতকরা ৯০ভাগ মুসলমানের দেশের সরকার অবিলম্বে এর বিরুদ্ধে প্রস্তাব দিবেন। আমাদের সর্বোচ্চ প্রতিবাদ হতে পারে সর্বমহলে ভারতের সবকিছু বর্জন। ভারতীয় টিভি চ্যানেল দেখা বর্জন করুন।’
রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। রাসূল আমাদের আদর্শ। তার আদর্শ আমাদের রক্তে। তাই এক বিন্দু রক্ত থাকা অবস্থায় রাসূলের নামে কোন অবমাননা মেনে নেয়া হবে না।’
এসময়  ভারতের বিজেপি সরকারের দুই নেতার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা ।
টিআর/স্মৃতি
2Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর