রাজশাহীতে জুনে ৫ ছাত্রী ধর্ষণ, নির্যাতিত ২১ - লালসবুজের কণ্ঠ
    শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

    রাজশাহীতে জুনে ৫ ছাত্রী ধর্ষণ, নির্যাতিত ২১

    • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯

    রাজশাহী সংবাদদাতা:

    রাজশাহী জেলায় জুন মাসে ২৬ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে পাঁচজন ছাত্রী। আর ১৪ জন শিশু এবং ৭ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এসব ঘটনায় মামলা ও একজনের কারাদণ্ড হয়েছে। তবে অধিকাংশ মামলার আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

     সোমবার (১ জুলাই) বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর ‘রিসার্চ, ডকুমেন্টেশন অ্যান্ড পাবলিকেশন ইউনিট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুন মাসে শিক্ষার্থী ধর্ষণ ও নির্যাতনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে গত ১২ জুন রাজশাহীর মোহনপুরে ছাত্রীকে ধর্ষণ ও আরেক ছাত্রী অপহরণের শিকার হয়। ১৩ জুন বাগমারায় ছাত্রী যৌন হয়রানির শিকার হয়।

    গত ১৫ জুন বাগমারায় জাম দেয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে। ১৬ জুন মোহনপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে বলেও জানানো হয়। আর ২৯ জুন বাগমারায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের তিন মাসের কারাদণ্ড এবং পরবর্তীতে বরখাস্ত করা হয়।#

    16Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর