রাজশাহী ব্যুরো : রাজশাহীতে আমের ক্যারেট থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকালে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিলসহ রাবিক আলীকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকে তল্লাশী করা হয়।
তল্লাশীর সময় ট্রাকের সিটে বসে থাকা এক ব্যক্তির আমের ক্যারেটে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে রাকিবকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply