1. [email protected] : News room :
রংপুরে ইয়াবা'সহ ৪,মাদক কারবারি গ্রেফতার - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

রংপুরে ইয়াবা’সহ ৪,মাদক কারবারি গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

রংপুর প্রতিনিধিঃ


রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)এর পৃথক দুটি অভিযানে, মাদক ইয়াবা ১০৫ পিস সহ ৪, জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

শনিবার(১৬,এপ্রিল) সকালে মেট্রো ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন এক প্রেস বার্তায় জানান, রংপুর মহানগরী এলাকায় মাদক বিরোধী পৃথক ০২ টি অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযান গত শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) গোলাম মোর্শেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ, রংপুর কোতয়ালী থানাধীন ২৩নং ওয়ার্ডস্থ মিঠু হোটেল এর গলি প্রাথমিক জনস্বাস্থ্য সেবা কেন্দ্র এর সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা মাদক সহ আসামী মহানগরীর মুন্সিপাড়ার কবরস্থান সংলগ্ন ১৮নং ওয়ার্ডের মৃত্যু মাহবুব আনাম এর পুত্র মামুন আনাম(৩০)ও নগরীর জুম্মাপাড়া আলহেরা স্কুল গলি ২৩নং ওয়াডের নুরুল ইসলামের পুত্র এনামুল হাসান ওরফে এনাম (৩০) এবং নগরীর শাপলা আদর্শ পাড়া ২১নং ওয়ার্ডের শ্রী দিলীপ বিশ্বাস এর পুত্র শ্রী দীপক বিশ্বাস (৩২) সর্ব থানা কোতোয়ালী রংপুর মহানগর রংপুরকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় মাদকবিরোধী অভিযানে, ওইদিনই রাত পৌনে এগারোটার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নাজমুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ, কোতয়ালী থানাধীন রংপুর সুরভী উদ্যান এর প্রধান গেইটের অনুমান ২০ গজ পূর্ব দিকে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ২০ (বিশ) পিস ইয়াবা সহ আসামী,নগরীর সাতগাড়া মিস্ত্রীপাড়া ১৮নং ওয়াডের আব্দুল জলিলের পুত্র ওমর ফারুক ওরফে চঞ্চল(২৫)থানা কোতোয়ালী মহানগর রংপুর কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে পৃথক দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন,
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং থাকবে।


মিজানুর/তন্বী

2Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর