চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ৯ টা হতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে এসোসিয়েশনের সদস্যরা সমবেত হয়ে বিকেল ৫টা এ কর্মবিরতি পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ পৌর ইউনিটের সভাপতি মোঃ ইমরান হোসেইনের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আওয়াল, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, পৌরসভার সচিব মোঃ মামুন-অর-রশিদ প্রমুখ।
বক্তারা ভবিষ্যৎ নিরাপত্তায় জনসেবায় নিয়োজিত পৌর কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
অপরদিকে, একই দাবীতে শিবগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। এসময় বক্তব্য দেন, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন শিবগঞ্জ শাখার সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply