1. [email protected] : News room :
মাদারীপুরে বিপুল সংখ্যক চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

মাদারীপুরে বিপুল সংখ্যক চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

মাদারীপুর প্রতিনিধিঃ-


মাদারীপুর সদর উপজেলার আঁড়িয়াল খাঁ নদীতে মঙ্গলবার বিকেলে উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মানুষের প্রাণিজ আমিষের নিরাপত্তার লক্ষ্যে মৎস্য সম্পদ রক্ষা তথা জীববৈচিত্র্য সংরক্ষণে আঁড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০০টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সিনিয়র সহকারী পরিচালক মো: আনিসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইনউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ অন্যরা।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অভিযানটি মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বাস্তবায়ন করেন।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


শফিক/তন্বী

16Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর