ঝিনাইদহ সংবাদদাতা: মহেশপুর উপজেলার দত্তনগর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটক রিপন মিয়া উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মথুরা গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াসিন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিপনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম যোগদান করার পর থেকেই মহেশপুর উপজেলাকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরই সফলতার পথেই রয়েছে।
এরআগে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে মাদক দ্রব্য নিমূর্লে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন।
Leave a Reply