চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি বাজারে মহাসড়কের উপর ভাসমান দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ৩ টার দিকে শিবগঞ্জের রাণিহাটি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহাসড়কের উপর অভৈধভাবে বসা দোকানপাট উচ্ছেদ এবং পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে ২ টি দোকানে ৯ হাজার টাকা অর্থদ্বন্দ করা হয় ।এ সময় ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের উপর ঝুঁকিপূর্নভাবে ভাসমান দোকান বসানোয় যে কোন অপ্রতিকর ঘটনা রোধে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন। এ ব্যাপারে আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভ’মি) বরমান হোসেন জানান, রাস্তার উপর ভাসমান দোকান বসিয়ে যান চলাচলে বিঘœ ও গণউপদ্রবকারীদের সতর্ক করা হয় এবং মহাসড়কের উপর থেকে তাৎক্ষনিক মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে যেন মহাসড়কটিতে আর এর পুনরাবৃত্তি না হয় এ জন্য আরও অভিযান পরিচালনা ও শাস্তি নিশ্চিত করা হবে।
Leave a Reply