নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের বহুল আলোচিত যুবলীগ ও ব্যবসায়ী নেতা মনিরুল হত্যা মামলার পলাতাক ফাঁসির আসামী আবদুস সালাম কে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রায় ঘোষণার পর আজ বৃহস্পতিবার (২০)জুন বিকেলে নিজ বাড়ী হতে আটক করা হয় তাকে। এসময় তার কাছ হতে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগজিন,২রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়।
আটক আবদুস সালাম ছত্রাজিতপুর ইউনিয়নের মোসলেম উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান,ব্যবসায়ী ও যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলার আদালত রায় ঘোষণা করেন আজ। এ মামলায় পলাতক আবদুস সালামসহ ৯জনকে ফাঁসির রায় দেয়া হয়। পরে পুলিশ তাকে নিজ বাড়ী হতে আটক করে।
প্রসঙ্গত,২০১৪ সালের ২৪ অক্টোবর সোনামসজিদ স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুব লীগ নেতা মনিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে দাওয়াত খাবার নাম করে আসামীরা পরস্পর যোগসাজশ করে শিবগঞ্জ স্টেডিয়ামের কাছে তাকে গুলি করে হত্যা করে।
Leave a Reply