নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট:
স্বাস্থ্য সেবাকে দ্বারে দ্বারে পৌঁছে দিতে সরকারী অর্থায়ণে ভোলাহাট সদর ইউনিয়নের উদ্যোগে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ জুন )ইউনিয়ন পরিষদের পূর্বে আম বাগানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, ভোলাহাট থানার ওসি নাসিরউদ্দিন মন্ডল, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাযহারুল ইসলাম পুতুল, ভোলাহাট সদর ইউপি সচিব আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ইউনিয়নের একাধীক সূধীগণ। স্বাগত বক্তব্য রাখেন, ভোলাহাট সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়ার ঘোষণা দেয়া হয়। এ’ছাড়া নারীদের বিশেষ করে গর্ভবতি মা’দের অ্যাম্বুলেন্স সেবায় অগ্রাধীকার দেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-২ আলহাজ্ব আমিনুল ইসলাম অ্যাম্বুলেন্স উদ্বোধন শেষে আম ফাউন্ডেশন পরিদর্শন করে ঝাউবোনা পাবলিক ক্লাবে টেলিভিশন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ঝাউবোনা কৃষি ডিপ্লোমা, খালেআলমপুর মাদরাসা পরিদর্শন করে একতা মার্কেটের একটি নতুন দোকান উদ্বোধন করেন। পরে তিনি ভোলাহাট মোহবুল্লাহ কলেজে উপজেলার নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন।
Leave a Reply