গত ৩১/০৫/২০১৯ তারিখে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আমাদের অর্থনীতি, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’ পত্রিকার ৩০ সংখ্যা (৭ বর্ষ) ও বাংলা বাজার ডটকমসহ কয়েকটি অনলাইন পত্রিকায়’ নাচোলে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার রমরমা সুদের ব্যবসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে ‘ সুনামধন্য প্রতিষ্ঠান মধুমতি সমাজ উন্নয়ন সংস্থাকে জড়িয়ে কোন রকম তথ্য প্রমান ছাড়াই মনগড়া ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। যা একান্তই সংশ্লিষ্ট প্রতিবেদকের বক্তব্য এটি। একজন সংবাদকর্মী এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে ‘মধুমতি সমাজ উন্নয়ন সংস্থাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে। উল্লেখ্য মধুমতি সংস্থা সরকারের সকল নীতিমালা মেনেই সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমরা উক্ত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে যে কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তনিষ্ঠতা বজায় রাখার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদ কারী
ব্যবস্থাপনা পরিচালক
মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
Leave a Reply