পাবনা প্রতিনিধি:
পাবনায় জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। অন্যজন হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.স.ম আব্দুর রহিম পাকন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কামিল হোসেন।
মনোনয়নপত্র জমা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি তারা অবিচল। তাদের আশা আওয়ামী লীগের প্রার্থীকেই ভোটাররা জয়ী করবেন।
স্বপন/এআর
Leave a Reply