স্পোর্ট ডেস্ক:
মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ, যে ম্যাচ জিতলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে। ট্রেন্ট ব্রিজে আজ (বৃহস্পতিবার) পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা।
এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মোসাদ্দেক হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন সাব্বির রহমান। মোহাম্মদ সাইফউদ্দীনের জায়গায় রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসনে।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
Leave a Reply