চাঁপাইনবাবগগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭শ গ্রাম হোরোইন ও ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে ৫৩ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার ও মঙ্গলবার সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি জানান,
বকচর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৩৭/৮-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আলাতলী ইউনিয়নের বকচর কবর স্থান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।
অপর দিকে আজ মঙ্গলবার ভোরে
শিংনগর বিওপির একটি টহলদল¡ সীমান্ত মেইন পিলার ১৭০/১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দৌলতপুর মাঠ নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১১ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেয়া হয়েছে।
Leave a Reply