নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা সামিউল হক লিটন সভাপতি ও সাবেক সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্ধীতা করে সামিউল হক লিটন ভোট পান ৯৬, অপর দুই প্রার্থী শহীদুল হুদা অলক ৬৬ ও সাবেক সভাপতি আলহাজ্ব মাসিদুর ভোট পান ৫২ অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ ৯২, অন্য তিন প্রার্তীর মধ্যে সাকিউল ইসলাম শাকিল ৬১, জিয়াউর রহমান তোতা ৫৮ ও মনিরুল ইসলাম কাজল ০২ ভোট পায়।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মাসিদুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম আনোয়ার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক প্রমুখ।
Leave a Reply