চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - লালসবুজের কণ্ঠ
    বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
    ??

    নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
    চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার ৫৩ বিজিবি’র ৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে অত্যন্ত জাকজমকপূর্ণ ও অনাড়ম্বরভাবে দিনটি উদযাপন করা হয়। ২০১৩ সালের এই দিনে বান্দরবনের রুমাতে বলিপাড়া ব্যাটালিয়নে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে দুপুরে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খাঁন এনডিসি পিএসসি। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
    ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী

    সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তাজ উদ্দিন, ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ, ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মাসুদ, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান, গণমাধ্যম ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র ব্যাটালিয়নের অফিসার্স, জেসিও, সৈনিক ও বেসামরিক কর্মচারীর পরিবারবর্গ।
    পরে, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

    65Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর