নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
প্রায় ১২ কোটি ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের আলীনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, গণপূর্ত বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদ হাসান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সামিউল হক লিটন, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মো. আবুল কালাম জানান, প্রায় ১২ কোটি ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্বাবধানে শহরের আলীনগর রেলস্টশন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে।
Leave a Reply