নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে র্যাব অভিযান চালিয়ে ৩শ৮৮ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার এশবরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল-বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ ইসমাইল বিশ^াসতলার আবদুল কুদ্দুসের ছেলে সাদ্দাম হোসেন (২৮) একই গ্রামের চুটুর আলীর ছেলে বাবু (২৭) ও মিন্টুর ছেলে মিঠু (২৫)। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর কার্যালয় হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার রাত ১০টার দিকে একবরপুর গ্রামস্থ জৈনক মোঃ সজিব এর স‘মিল এর পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তিনজনকে আটক করে। এ ঘটনায় র্যাবের পক্ষ হতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply