চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ যুব মহিলা লীগের তাদের গৌরবের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, কেক কাটা হয় এবং দলীয় কার্যালয় চত্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান, যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ গোলাম রাব্বানী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
Leave a Reply