1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়।

পরে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ বশির আলী।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র দূরীকরণে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম। তাই বর্তমান সরকার পর্যটন শিল্পের প্রতি বিশেষ নজর দিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থান সমূহের ব্যাপক প্রচারণার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে সকলের কার্যকর ভূমিকা থাকা দরকার।

এছাড়া, আমের রাজধানী খ্যাত এ জেলাকে পরিচিত করতে পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

14Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর