নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জঃ
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মাশালার আয়োজন করা হয়। মঙ্গলবার পাট অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী এ কর্মাশালা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজল কান্তি বড়াল, বিএডিসি চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন) ড. নাঈমা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ।
কর্মশালায় উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদনের বিভিন্ন কলাকৌশল বিষয়ে ধারণা প্রদান করা হয়।
এ কর্মশালায় প্রায় ১’শ ৫০ জন কৃষক অংশগ্রহণ করছেন।
Leave a Reply