1. [email protected] : News room :
চট্টগ্রামে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা, টিপ ছোরা ও ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. সালমান (২৮), মো. রাশেদুল ইসলাম (২৬) ও মো. ছলিম উদ্দিন (৪০)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, ১৫ আগস্ট ভোরে সবুজ নামের একজন কাঁচামাল ক্রয়-বিক্রয় করার জন্য কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন।

কিন্তু রিয়াজউদ্দিন বাজারের ছিরিকোট বিল্ডিংয়ের সামনে পৌঁছালে সিএনজি নিয়ে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী তাকে ছুরির ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা ৮ হাজার ৯২০ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় পর ভুক্তভোগী কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলা দায়েরের পর আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করা হয়। পরে আজ ভোরে অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাট থানায় একাধিক ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।


লালসবুজের কণ্ঠ/এআর

33Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর