1. [email protected] : News room :
গোদাগাড়ীতে আমের ট্রাক উল্টে প্রান গেল দুই ব্যবসায়ীর - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে আমের ট্রাক উল্টে প্রান গেল দুই ব্যবসায়ীর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ীতে খুব ভোরেই সড়কে ঝরে গেল দুটি তরতাজা প্রাণ। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে রাজশাহী -চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে কামারপাড়া এলাকায় আম ভর্তি ট্রাক খাদে উল্টিয়ে গিয়ে ঘটনা স্থলেই দুই আম ব্যবসায়ী নিহত হয়। এতে ড্রাইভারসহ আহত হয় তিন জন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

নিহত ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান(৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুব ভোরে আম বহনকারী একটি ছোট ট্রাক আম ভর্তি করে চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল সে সময় কামারপাড়া এলাকায় রাজশাহী -চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পার্শ্বে খাদে উল্টিয়ে গিয়ে ট্রাকে চাপা পড়ে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান,ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে । নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে।

222Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর