লালসবুজের কণ্ঠ অনলাইন ডেস্ক:
পিরোজপুরের স্বরূপকাঠির অনেক বাড়িই ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। সারাদিন খুটখাট শব্দে চলে এই কর্মযজ্ঞ। উদ্যোক্তারা স্বপ্ন দেখেন দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হবে তাদের ব্যাট। তাদের ব্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সাকিব-তামিমরা।
কিশোর কারিগর কাওসার দিনরাত পরিশ্রম করে তৈরি করে যাচ্ছেন ক্রিকেট ব্যাট। হাতল থেকে ফিনিশিং সবই হচ্ছে একহাতে।
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বিন্না, উড়িবুনিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামে অন্তত দুইশো কারখানা রয়েছে। যদিও নানা সমস্যায় রয়েছেন উদ্যোক্তারা। দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এখানকার তৈরি করা ব্যাট।
উদ্যোক্তারা জানান, নিরবিচ্ছ্ন্নি বিদ্যুৎ সরবরাহ, উন্নত যোগাযোগ ব্যবস্থা আর আন্তর্জাতিক মানের ব্যাট তৈরির জন্য উইল কাঠের জোগান থাকলে তাদের অনেক সুবিধা হবে।
ব্যাট শিল্প যেন আরও এগিয়ে যায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস।
দেশের চাহিদা মিটিয়ে প্রত্যন্ত এলাকায় তৈরি এসব ব্যাট বিদেশেও রপ্তানি হবে এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের।
Leave a Reply