চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন আলাতুলিতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে দুুপুর পর্যন্ত প্রত্যন্ত আলাতুলি ইউনিয়নের মধ্যচরের ক্ষতিগ্রস্থ ৫’শ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব চাল বিতরণ করা হয়। তিনি পরিবারগুলোর খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, আলাতুলি ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান।
Leave a Reply