1. [email protected] : News room :
আমাকে বেইজ্জতি কইরেন না: যুবলীগ নেতা জি কে শামীম - লালসবুজের কণ্ঠ
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

আমাকে বেইজ্জতি কইরেন না: যুবলীগ নেতা জি কে শামীম

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:

শতকোটি টাকা, অস্ত্র ও মাদকসহ আটক যুবলীগ নেতা জি কে শামীম বলেছেন, ‘আমাকে বেইজ্জতি কইরেন না।’

শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে তার কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকা নগদ ও দুইশ কোটি টাকার এফডিআর চেক এবং অবৈধ অস্ত্রসহ তাকে আটক করে র‌্যাব।

জি কে শামীম এসময় সাংবাদিকদের ছবি তোলা ও ভিডিও ধারণ দেখে প্রতিক্রিয়া জানান।

সাংবাদিকদের ছবি না তোলার আকুতি জানিয়ে শামীম বলেন, ‘আল্লাহর ওয়াস্তে ছবি তুইলেন না, আমাকে বেইজ্জতি কইরেন না। আমার একটা সম্মান আছে। এখানে যা হচ্ছে, আপনারা দেখছেন। কিন্তু আমাকেও আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্লিজ ছবি তুলবেন না।’

তার এ কথা শুনে র‌্যাবের এক কর্মকর্তা শামীমকে বলেন, ‘আপনি আমাদের সহযোগিতা করেন। আমাদের সহযোগিতার জন্য ও অভিযানের স্বচ্ছতার জন্য মিডিয়া আমাদের সহযোগিতা করছে।’

এসময় তার ছয় দেহরক্ষীকেও আটক করা হয়। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রাও।

শুক্রবার সকাল ১১টার পর নিকেতনের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসাটি ঘেরাও করে ফেলে র‌্যাব-১ এর সদস্যরা।

শামীমকে নিকেতনের বাসা থেকে আটক করে তার জি কে বিল্ডার্স অফিসে অভিযান চালানো হয়।

জি কে বিল্ডার্সের চেয়ারম্যান জি কে শামীম একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পদেও রয়েছেন। সবসময় সশস্ত্র দেহরক্ষীসহ চলাফেরা করে থাকেন তিনি।

29Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর