ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরের চতুরপুর গ্রামের দুইটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী দুই পরিবার জানান, শুক্রবার গভীর রাতে কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হাফিজুর রহমান ও ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলামের বাড়িতে ১০/১৫জনের ডাকাতদল হানা দেয়। এ সময় পাশাপাশি দুটি বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) ইমরান আলম ডাকাতির ঘটনা স্বীকার করে জানান, আমরা এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply