1. [email protected] : News room :
হঠাৎ বন্যায় আবারও পানিবন্দি সুনামগঞ্জের হাজার হাজার মানুষ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

হঠাৎ বন্যায় আবারও পানিবন্দি সুনামগঞ্জের হাজার হাজার মানুষ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


সুনামগঞ্জে এক মাসের ব্যবধানে আবারও বন্যা দেখা দিয়েছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি অবস্থায় রয়েছেন কয়েক লাখ মানুষ।

এদিকে বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টার দিকে সুরমা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া কুশিয়ারা, যাদুকাটা, বৗলাই, রক্তি নদীসহ এ জেলার ওপর দিয়ে প্রবাহিত সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ১৭ ও ১৮ জুন ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নদীর পানি আরো বাড়তে পারে।

এদিকে গত দুই দিন ধরে ঢলের পানিতে শহরের উকিলপাড়া, সাহেববাড়িঘাট, নবীনগর, কাজিরপয়েন্টসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সড়কগুলো তলিয়ে গিয়ে হাটু পানি দিয়ে চলাচল করতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষজন। এছাড়া জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সিলেটসহ সারাদেশের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সামসুদ্দোহা বলেন, সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া ভারতের মেঘালয়, আসাম, চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় বন্যা বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।


লালসবুজের কণ্ঠ/এআর

44Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর