1. [email protected] : News room :
স্ত্রীর ‘অত্যাচারে’ বাড়ি ছেড়ে তালগাছে থাকেন উত্তরপ্রদেশের বৃদ্ধ - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

স্ত্রীর ‘অত্যাচারে’ বাড়ি ছেড়ে তালগাছে থাকেন উত্তরপ্রদেশের বৃদ্ধ

  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

লালসবুজের কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক:


ভারতের উত্তর প্রদেশের এক স্বামী স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত এক মাস ধরে তালগাছে বসবাস করছেন। জিও টিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকা বাসিন্দা রাম প্রবেশ ঘটিয়েছেন এমন ঘটনা।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির স্ত্রী প্রতিদিন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাই বিরক্ত হয়ে ও স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে ৮০ ফুট উঁচু তালগাছে থাকা শুরু করেছেন তিনি।

রাম প্রবেশ বলেন, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

ওই ব্যক্তি জানান, শুধু মল-মূত্র ত্যাগের জন্যই গাছ থেকে নিচে নামেন তিনি। তাকে কেউ বোঝানোর জন্য গাছের কাছাকাছি গেলেই ওপর থেকে ইট পাটকেল ছুঁড়ছেন বলে অভিযোগ উঠেছে।

রাম প্রবেশের পরিবার খাবার একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম ওপর থেকে সেই দড়ি টেনে খাবার সংগ্রহ করে আবার দড়ি ঝুলিয়ে দেন।

স্থানীয়দের দাবি, রাতের বেলা চুপি চুপি গাছ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার গাছে উঠে যান রাম। শুধু বাড়ির লোকই না, রাম প্রবেশকে নেমে আসার অনুরোধ করেন এলাকার সবাই।


লালসবুজের কণ্ঠ/এআর

40Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর