1. [email protected] : News room :
স্কুলছাত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেয় প্রাইভেট টিউটর, আদালতে জবানবন্দি - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

স্কুলছাত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেয় প্রাইভেট টিউটর, আদালতে জবানবন্দি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ


ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে আশিকা জাহান সিপা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাইভেট টিউটর ও প্রেমিক বাইজিদ সরকার (২৬) আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। তিনি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) হ‌ুমায়ূন কবির।

মৃত স্কুলছাত্রী সিপা জেলা শহরের গভ. মডেল গার্লস হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে জেলার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহিন মিয়ার মেয়ে। সিপা পরিবারসহ জেলা শহরের মুন্সেফপাড়ায় বসবাস করত।

মঙ্গলবার উপপরিদর্শক হ‌ুমায়ূন কবির বলেন, ‘বাইজিদ সরকার আদালতে নিজের দোষ স্বীকার করে এরই মধ্যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাগত সৌম্যের কাছে বাইজিদ এ জবানবন্দি প্রদান করেছেন।’

বাইজিদ জবানবন্দির বরাত দিয়ে উপপরিদর্শক জানান, বাইজিদ সরকার মুন্সেফপাড়ায় বিভিন্ন বাসাবাড়িতে টিউশনি করান। সিপাকেও তাঁর বাসায় গিয়ে গত তিন বছর ধরে পড়াচ্ছিলেন বাইজিদ। এরই মধ্যে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হত্যাকাণ্ডের কিছুদিন আগে বাইজিদ পাশের একটি বাড়িতে পড়াতে যান। এ সময় সেই বাড়ি খালি থাকায় সে সিপাকে আসতে বলেন। সিপা সেখানে গেলে প্রতিবেশী একজন দেখে ফেলে। এ নিয়ে আশপাশের বাড়িতে কথা হলে সিপা বাইজিদকে বিয়ের জন্য চাপ দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

পরবর্তীতে গত ২৭ আগস্ট দিবাগত রাত ২টার দিকে সিপার সঙ্গে বাইজিদের মোবাইলে কথা হয়। এ সময় সিপা আবারও বাইজিদকে বিয়ের জন্য চাপ দিলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিপা কাউকে কিছু না বলে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায় এবং বোডিং মাঠের পুকুরপাড়ে বাইজিদ ও সিপা মিলিত হয়।

সেখানে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বাইজিদ জানান, সে সিপাকে বিয়ে করবেন না। এ কথা শুনে সিপা ক্ষুব্ধ হলে বাইজিদ তার চুলের মুঠি ধরে মাথা পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে সিপা অচেতন হয়ে পড়লে তাকে পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান বাইজিদ। পরদিন দুপুরে বোডিং মাঠ পুকুর থেকে সিপার মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা-পুলিশ।

জানা গেছে, সিপা নিখোঁজের পর পরিবারের লোকজন যখন তার খোঁজাখুঁজি করছিল তখন বাইজিদও খোঁজার অভিনয় করে। কিন্তু সিপার পরিবারের সন্দেহ ছিল বাইজিদের ওপরই। গত ২৮ আগস্ট মরদেহটি উদ্ধারের পর বাইজিদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সিপার বাবা শাহিন মিয়া বাদী হয়ে বাইজিদকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করার দায়িত্ব উপপরিদর্শক (এসআই) হ‌ুমায়ূন কবিরকে দেওয়া হয়েছিল।


লালসবুজের কণ্ঠ/এআর

50Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর