1. [email protected] : News room :
সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ


সিলেটের বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি। তারা সরকারকে ফটোসেশন না করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আহবান জানান।

বন্যাকবলিত এলাকার জন্য বিশেষ কোনো বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, সিলেট এখন অভিভাবকহীন হয়ে পড়েছে, মন্ত্রীরা আসলেও আশ্রয় কেন্দ্রে যাননি, বিশেষ কোনো বরাদ্দ দেননি। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য মানুষ হাহাকার করছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে সংবাদ এ সম্মেলনের আয়োজন করা হয়।

ইমজা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বুধবার সরকারের দুইজন মন্ত্রী সিলেটে আসলেও তারা বানভাসী মানুষ কীভাবে আছেন, কেমন আছেন খবর নেননি। দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে বন্যায় প্লাবিত এলাকায় যাননি। শুধু ডিসি অফিসে ফটোসেশন করে সিলেট ত্যাগ করেছেন।

তিনি বলেন, ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা করতে হবে। মফস্বল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্যাপরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষকে ন্যূনতম ৬ মাস খাবারের ব্যবস্থা করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ইশতিয়াক সিদ্দিকি, সিদ্দিকুর রহমান পাপলু, অ্যাডভোকটে আল আসলাম মুমিন, অ্যাডভোকেট সাইদ আহমদ, দিদার ইবনে লস্কর প্রমুখ।

এদিকে কেন্দ্রীয় বিএনপির নেতারা এক বিবৃতিতে বন্যাপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। এতে স্বাক্ষর করেন- সিলেট জেলা বিভাগীয় টিম লিডার জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।

নিউজ ডেস্ক/শ্রুতি 

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর