1. [email protected] : News room :
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতে নাটোরে মানববন্ধন - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতে নাটোরে মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

নাটোর সংবাদদাতা: সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল ধরণের কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিকরণে নাটোর শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত নাটোর প্রেসক্লাবের সামনে এক ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন পেশার দুই শতাধিক জনগণ অংশ নেয়।

ইউরোপীয়ান ইউনিয়ন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে ও অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফরম ফর ডায়ালগ প্রকল্পের অধীনে স্থানীয় সামাজিক সংগঠন চলন্তিকা গণপাঠাগার ইস্যুভিত্তিক সামাজিক প্রকল্পের অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে চলন্তিকা গণ পাঠাগার মাল্টি এ্যাক্টরস পার্টনারশীপ (ম্যাপ) গ্রুপের সোশ্যাল এ্যাকশন প্রজেক্ট (স্যাপ) লিডার সাংবাদিক মঞ্জুর-ই-মওলার সঞ্চালনায় সংশ্লিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ খানম, চলন্তিকা গণপাঠাগারের সাধারণ সম্পাদক ও সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন, প্রশিকার জোনাল ম্যানেজার প্রবীর কুমার সাহা, ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অমর ডি কস্টা প্রমূখ।

8Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর