1. [email protected] : News room :
শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার

  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছে।

তিনি বলেন, সরকার এ দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন এবং এর সুফল ইতোমধ্যেই দেশবাসী পেতে শুরু করেছে।

মন্ত্রী শনিবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন বিলডুমুরিয়া পদ্মডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

৩৮ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ের ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার রোজি আকতারের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়।

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনার সন্তান কী করে সেদিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তাদের আদর্শবান করে গড়ে তুলতে হবে। কারণ এরাই হচ্ছে এ দেশের আগামী দিনের ভবিষ্যৎ।

তিনি উন্নয়ন কাজে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, টুঙ্গীপাড়ার বাঁশবাড়িয়া থেকে নাজিরপুরের দেউলবাড়ি দোবরা, মালিখালী, দীর্ঘা, স্বরূপকাঠীর দৈহারী হয়ে ইন্দেরহাট-স্বরূপকাঠী সেতু এবং সড়ক হচ্ছে। এটি সম্পন্ন হলে এলাকার মানুষের জীবন মানে এক অকল্পনীয় পরিবর্তন সাধিত হবে। বাসস।

454Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর