1. [email protected] : News room :
মিষ্টিতে মরা মাছি, দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা - লালসবুজের কণ্ঠ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

মিষ্টিতে মরা মাছি, দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ:


ফেনীর পরশুরামে মিষ্টিতে মরা মাছি থাকায় দোকানমালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

সোহেল চাকমা বলেন, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রি করে আসছে পরশুরাম বাজারের মেসার্স অতুল মজুমদার। অভিযোগ পেয়ে আজ বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিষ্টিতে মরা মাছি পড়ে থাকতে দেখা যায়। পরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে ওই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


লালসবুজের কণ্ঠ/ফেনি/এস এস

1Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর