1. [email protected] : News room :
বিশ্বে করোনায় আরও ১৭৮১ মৃত্যু, শনাক্ত ৭ লাখ ৪২ হাজার - লালসবুজের কণ্ঠ
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

বিশ্বে করোনায় আরও ১৭৮১ মৃত্যু, শনাক্ত ৭ লাখ ৪২ হাজার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৪১ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৬৮৪ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৬৬ হাজার ১৯৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮৭ লাখ ৯২ হাজার ৮৮৩ জনে।

এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ১৮ জন।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ৯৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৬৪ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৭৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৪ হাজার ৭৮০ জন।

এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৮ হাজার ৪৮৩ জনের। দেশটিতে এ সময়ে করোনায় ৩০০ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৮ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ সময়ে মৃত্যু হয়েছে ৬১ জনের।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২০২ জন, ইতালিতে ১৪৭ জন, অস্ট্রেলিয়ায় ১৩৪ জন, ফ্রান্সে ৯২ জন, রাশিয়ায় ৬২ জন, থাইল্যান্ডে ২৯ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৭৩ জন।

এ সময়ে বাংলাদেশে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ১৭০ জনের।


লালসবুজের কণ্ঠ/এআর

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর